
Notice
:
|
|
রবি (বহুজাতিক মোবাইল নেটওয়ার্ক এবং ডিজিটাল সার্ভিস প্রদানকারী কোম্পানি)-এর আয়োজনে “bdapps National Hackathon 2022“ প্রতিযোগিতায় রাজশাহী এবং রংপুর রিজিওনে ১ম স্থান ও চতুর্থ স্থান অর্জন করেছে “বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি” সৈয়দপুর ক্যান্টনমেন্ট, নীলফামারী এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইটি দল।
এই প্রতিযোগিতা পাঁচটি রাউন্ড-এ বিভাজিত, যার প্রথম পর্যায়ের মধ্যে ছিল অনলাইন রেজিস্ট্রেশন এবং আইডিয়া সিলেকশন (রাউন্ড–১); ২২ জুন হতে ৭ আগস্ট পর্যন্ত যেখানে সমগ্র বাংলাদেশের ১৮০০ টি টিম ও রংপুর রাজশাহী হতে ৩৫০ টি টিম রেজিস্ট্রেশন করে যার মধ্যে ৬৫-টি টিম পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়। BAUST থেকে পাঁচটি টিম অংশগ্রহণ করে এবং পাঁচটি টিমই প্রাথমিকভাবে নির্বাচিত হয়।
পরবর্তী রাউন্ড–২, যা ১২ ই আগস্ট হতে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে, যার মধ্যে সমগ্র বাংলাদেশকে ৫-টি রিজিয়নে ভাগ করা হয়েছে। ১২ই আগস্ট, রোজ শুক্রবার, রাজশাহী–রংপুর রিজিওনাল রাউন্ডে রাজশাহী এবং রংপুরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৬২ টিম অংশগ্রহণ করে। যার মধ্যে BAUST হতে দুইটি টিম যথাক্রমে প্রথম এবং চতুর্থ স্থান অর্জন করে, RUET হতে তিনটি টিম দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম স্থান অর্জন করে , BAUET হতে একটি টিম ষষ্ঠ স্থান অর্জন করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হতে একটি টিম সপ্তম স্থান অর্জন করে । বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এই সাতটি টিম রাজশাহী–রংপুর রিজিওন হতে ন্যাশনাল গালা রাউন্ডের জন্য নির্বাচিত হয়। প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ডে প্রথম ১০ টি বিজয়ী টিমকে পুরস্কারের পাশাপাশি পাঁচ মাসের ট্রেনিং এবং মেন্টরশীপ প্রদান করা হবে যা পরবর্তীতে ছাত্রছাত্রীদের ক্যারিয়ার-এ কার্যকরী ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় রুয়েট, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ উত্তরবঙ্গের সকল নামকরা বিশ্ববিদ্যালয়গুলোকে পেছনে ফেলে BAUST-এর শিক্ষার্থীরা রিজিওনাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমরা সকলে তাদের জন্য গর্বিত।
অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ ইঞ্জিনিয়ার মোঃ লুৎফর রহমান(অবঃ) বলেন –
“আমরা সবসময় ছাত্রছাত্রীদের মুক্তজ্ঞান চর্চায় বিশ্বাসী, আর বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা মুক্তজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং চর্চার খুব ভালো একটি মাধ্যম । জ্ঞানচর্চার এরকম ভালো একটি প্লাটফর্ম আয়োজন করার জন্য রবি-কে অনেক ধন্যবাদ । ইতোপূর্বে জাতীয় প্রতিযোগিতায় আমাদের ছাত্রছাত্রীদের চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও ভালো কিছু হবে, ইনশাআল্লাহ”।
বাউস্ট (BAUST) –এর রিজিওনাল চ্যাম্পিয়ন এবং চতুর্থ স্থান অধিকারী টিম ফাইনাল রাউন্ডে-ও ভালো কিছু করার আশাবাদ ব্যাক্ত করে সকলের কাছে দোয়া কামনা করেছে।