
Notice
:
|
|
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুর, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ যথাযথ মর্যাদার সাথে পালন করেছে। সূর্যোদয়ের সাথে সাথে সম্মানীত উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের কর্মসূচীর সূচনা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীর উপস্থিতিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইউএসটি এর সম্মানীত উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. ইঞ্জি. মোঃ লুৎফর রহমান (অবঃ)। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিএইউএসটি এর শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন উপাচার্য মহোদয়। আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন Faculty of Business Studies এর ডীন অধ্যাপক ড. মোঃ শাহ আলম। প্রধান অতিথির বক্তব্যে সম্মানীত উপাচার্য বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরেন এবং তা থেকে শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নবীন শিক্ষার্থীবৃন্দকে উৎসাহ প্রদান করেন। আলোচনা সভা শেষে জাতির জনকের জীবন ও কর্ম ভিত্তিক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।